Daily Frontier News
Daily Frontier News

রাজধানীতে ‘ইহসান ফাউন্ডেশন’ এর ৬ দিনব্যাপী বিনামূল্যে সুন্নতে খাতনা ক্যাম্প।

 

নিজস্ব প্রতিনিধি ঃ মোঃ আনোয়ার হোসেন।

রাজধানীতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ৬ দিনব্যাপী বিনামূল্যে সুন্নতে খাতনা ক্যাম্প করছে ইহসান প্রশিক্ষণ সেবা ফাউন্ডেশন। ৯ মে থেকে চালু হওয়া এই কার্যক্রম আগামী ১৪ মে পর্যন্ত রাজধানীর ৬ টি এলাকায় পরিচালিত হবে।

শনিবার ইহসান প্রশিক্ষণ ফাউন্ডেশনের প্রধান নিবার্হী ড. মুহিব আহমেদ শাহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ড. মুহিব আহমেদ শাহিন বলেন, রাজধানীর কালশী মিরপুর এলাকা থেকে আগামী ৯ মে আমাদের বিনামূল্যে সুন্নতে খাতনা কার্যক্রম শুরু করা হবে। পরে ১০ মে হাজারীবাগ, ১১মে বাউনিয়া মিরপুর, ১২ মে রামপুরা, ১৩ মে খিলক্ষেত ও ১৪ মে উত্তরাতে এ কার্যক্রম পরিচালিত হবে।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ইহসান প্রশিক্ষণ সেবা ফাউন্ডেশন সমাজের দরিদ্র ও অবহেলিত মানুষের পাশে ছিল। তারই ধারাবাহিকতায় আজকের এই বিনামূল্যে সুন্নতে খাতনা কার্যক্রম। ইনশাআল্লাহ আগামীতেও বিভিন্ন সামাজিক কার্যক্রম নিয়ে ইহসান প্রশিক্ষণ সেবা ফাউন্ডেশন মানুষের পাশে থাকবে।

Daily Frontier News