Daily Frontier News
Daily Frontier News

রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে চলছে তারুণ্যের উৎসব

 

মোঃ মুনিরুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ

 

তারুণ্যের উৎসবে মেতে উঠেছে গোমস্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী রহনপুর সরকারি কলেজ ক্যাম্পাস।‌

এক দিনব্যাপী এই মেলায় তুলে ধরা হয় বিভিন্ন স্থানের লোকজ ও ঐতিহ্যবাহী পিঠা,পোশাক থেকে শুরু করে  বিভিন্ন রকমের মুখরোচক খাবার ।

বৃহস্পতিবার সকালে এই উৎসব শুরু হয়। চলবে এক দিনব্যাপী। এই উৎসবের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অন্যানা । এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলী রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ মুনিরুল ইসলাম রহনপুর পিএম আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর

বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের প্রধান আহসান উল্লা সোহেল এছাড়াও উপস্থিত ছিলেন সফল উদ্যোক্তা ফার্ম এগ্রো নাচোল ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম পূর্বাশা ট্রি হাউস রহনপুর শরিফুল ইসলাম, ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বিন্দু এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

ক্যাম্পাসটির মাঠ প্রাঙ্গণে মোট সাত টি বিভাগের স্টল বসানো হয়। বিভিন্ন স্টলে হরেক রকমের পোশাক,  পিঠাপুলিসহ নানান ধরনের খাবারের সমারোহ রয়েছে।

তারুণ্য একটি অনুভূতি এবং প্রেরণা যা সাহসিকতা, অদম্য শক্তি এবং চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা দেয়।

এই তারুণ্যই দেশের উন্নয়নের প্রধান শক্তি। এ উৎসবের মূল উদ্দেশ্য তরুণ উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করা।

তরুণদের চাকরির পিছনে না ছুটে নিজের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখানোই আমাদের লক্ষ্য।

শিক্ষার্থী কাবিরুল  বলেন,তারুণ্য মেলা আমাদের সৃষ্টিশীলতা, উদ্যম এবং স্বপ্নের প্রতিচ্ছবি। এটি তরুণদের নতুন চিন্তা-ভাবনার আদান-প্রদান ও নিজেদের প্রতিভা প্রকাশের একটি উজ্জ্বল মঞ্চ। এ মেলা নতুন প্রজন্মকে উদ্ভাবনী পথ তৈরি করতে অনুপ্রাণিত করবে।

তারুণ্য উৎসব মানে উদ্দীপনার জোয়ার, যেখানে স্বপ্নেরা ডানা মেলে। সাহস আর সৃষ্টির সুরে ভরে ওঠে চারপাশ। নতুন ভাবনা আর চেতনায় খুঁজে পাওয়া যায়। আগামী দিনের পথ। তারুণ্যের উচ্ছ্বাসেই লুকিয়ে থাকে ভবিষ্যতের সম্ভাবনা।

Daily Frontier News