Daily Frontier News
Daily Frontier News

রহনপুরে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এম ফেরদৌস ইসলাম খোকন

 

 

মোঃ সামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

 

চাঁপাইনবাবগঞ্জে রহনপুরে গোমস্তাপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এম ফেরদৌস ইসলাম খোকন, ছাত্রদলের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় কালে তিনি বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। তিনি আরও বলেন ধনী-গরিব নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সেজন্য সকলকে আন্তরিক হতে হবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান তিনি। পরিশেষে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় সকলের নিকট দোয়া চান তিনি।
রবিবার(৩০ মার্চ) সন্ধ্যার পরে রহনপুর স্টেশন প্লাটফর্মে তিনি ছাত্র দলের নেতা কর্মীদের এ শুভেচ্ছা বিনিময় করেন

এ সময় উপস্থিত ছিলেন, যুবনেতা সাজ্জাদ হোসেন,ইসাহাক আলী, রনি আলামিন হোসেন সামিম আহমেদ,ছাত্রদল নেতা মইমেনুল ইসলাম আজিজুল হক, হাসান আলী প্রমূখসহ ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী।

Daily Frontier News