Daily Frontier News
Daily Frontier News

রমজানের পবিত্রতা রক্ষা দাবীতে ছাতক উপজেলা খেলাফত মজলিসের মিছিল

 

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ-

খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় গোবিন্দগঞ্জ পয়েন্টে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়,উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ, উপজেলা শাখার সহ সভাপতি প্রিন্সিপাল হাফিজ আব্দুল হাই, ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এনামুল হক আলী, ছাতক পৌর শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা উমাইরুল ইসলাম, উপস্থিত ছিলেন ছাতক পৌর শাখার সাধারণ সম্পাদক কে এম সোলাইমান তালুকদার ও উপজেলা শাখার দায়িত্বশীল বৃন্দ।

এসময় বক্তারা বলেন, সামনে মাহে রমজান, এই রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের প্রতিটি মুসলমানের দায়িত্ব। আমরা যদি রমজানে দিনের বেলা হোটেল, রেস্তোরাঁ বন্ধ রাখি, পানাহার না করি তাহলে রমজানের পবিত্রতা রক্ষা হবে। যেহেতু বছর পর পর আমাদের মাঝে রমজান মাস আসে।

Daily Frontier News