মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:-
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরির ধুম পড়েছে। কারিগরদের দম ফেলার ফুসরত নেই। কয়েক দিন বাদেই প্রতিমার গায়ে পড়বে রঙের আঁচড়।
আর ক’দিন পর দুর্গাপূজার বিভিন্ন মন্ডপে ঢাক-ঢোল ও কাঁসর ঘন্টার ধ্বনি বাজবে ও ধুপের গন্ধ।
কুমিল্লার বুড়িচং উপজেলায় এবার ৩৭ স্থানে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব কে ঘিরে এখনও প্রতিমায় রঙের আঁচড় পড়েনি। পুরোদমেই চলছে প্রতীমা তৈরীর কাজ। এতে ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরীর শিল্পীরা। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। এবার দেবী আসবে দোলায় চড়ে আর গমন করবে গজে বা হাতিতে চড়ে।
৫ দিন ব্যাপী এই উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের এখনও অনেক কাদা-মাটির কাজ, কাজ শুকালে প্রতিমা গুলোতে পড়বে রঙের আঁচড়।
প্রতিমা আগমনের জন্য মন্ডপে গুলোতে চলছে পরিস্কার পরিচ্ছন্নের কাজ। অনেক আগে মন্ডপে মন্ডপে প্রতিমা বানানো ও রঙের কাজ চলতো।
কিন্ত এখন প্রতিমা শিল্পীরা তাদের নিজেদের জায়গায় অনেক প্রতিমা তৈরী করে প্রতিমাতে রঙে রাঙিয়ে সম্পন্ন করে মন্ডপে মন্ডপে সরবরাহ করে থাকে।
প্রতিমা শিল্পী কাজল জানান, এখন বাঁশ ও কাঠে দাম বেড়ে যাওয়ায় প্রতিমা তৈরীতেও খরচ বেড়েছে।
যে যত দামের মধ্যে প্রতিমা কিনতে চায় সেই সাইজের প্রতিমা সেই দামের প্রতিমা সরবরাহ করে থাকি।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics