Daily Frontier News
Daily Frontier News

রংপুরে ধর্ষনকারীদের দ্রুত শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল

 

মোঃ সুমন মিয়া,গংগাচড়া,রংপুর

 

রুখতে হবে ধর্ষণ, শুরু হোক গর্জন’ স্লোগানে সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) দুপুর ২ টায় ধর্ষণবিরোধী প্রতিবাদী মানববন্ধন করেছে বুড়িরহাট মন্টুরমিলের সাধারণ শিক্ষার্থীরা।

বুড়িরহাট মন্টুরমিলের সাধারণ শিক্ষার্থীরা এসময় মিছিলে খুন, ধর্ষণ নিপীড়ন/রুখে দাঁড়াও জনগণ, অবিলম্বে ধর্ষকদের বিচার করো/ করতে হবে, ধর্ষকেরা ধর্ষণ করে/ প্রশাসন কি করে, আমি কে তুমি কে/আছিয়া আছিয়া বলে স্লোগান দেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, প্রথমত ধর্ষকের সর্বনিম্ন শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, দ্বিতীয়ত, ধর্ষণ মামলার তদন্ত ৭ দিনের মধ্যে এবং ৩০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে, তৃতীয়ত, ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দিতে হবে এবং সরকারকে পরিবারের দায়-দায়িত্ব নিতে হবে।প্রতিবাদ মিছিলে অংশ নেয় বুড়িরহাট মন্টুরমিলের সাধারণ শিক্ষার্থীরা।

Daily Frontier News