Daily Frontier News
Daily Frontier News

ময়মনসিংহে ‘মন্দির গুড়িয়ে প্রেসক্লাব নির্মাণ; সভাপতি ডিসি’-হতাশ গুরুনানক সম্প্রদায়

 

শিবলী সাদিক খানঃ

ময়মনসিংহে গুরুনানকের সম্পত্তি পরিদর্শন : সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত।

ময়মনসিংহে গুরু নানক এর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে গুরুদুয়ারা ব্যবস্থাপনা কমিটি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাপস লাল চৌধুরীসহ ভারতীয় গুরু নানক ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মতবিনিময় হয়েছে।

সোমবার ২২ এপ্রিল ২০২৪ ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বিকেলে এক অনানুষ্ঠানিক মতবিনিময় সভায় ‘মন্দির গুঁড়িয়ে ময়মনসিংহ প্রেসক্লাব নির্মাণ’ সংক্রান্ত নিউজ এর প্রসঙ্গ উঠে আসে। সিএস নকশা, আরওআর দাগ খতিয়ানসহ সংশ্লিষ্ট ভূমির সকল বৈধ কাগজপত্র তাপস লাল চৌধুরী নিকট সিনিয়র সাংবাদিক জহর লাল দে হস্তান্তর করেন।

এসময় সিনিয়র সাংবাদিক শিবলী সাদিক খান, ওয়াহিদুজ্জামান আরজু, মাইন উদ্দিন উজ্জ্বল সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ প্রেসক্লাব সভাপতি জেলা প্রশাসক যার নেতৃত্বে ভূমির কাগজ পত্রের জটিলতা সৃষ্টি করে মন্দিরের জায়গায় বিআরএস রেকর্ড দেখানো হয় ভূমির লিজ দেওয়া হয়। যেখানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করে পজেশন বিক্রয়, হস্তান্তর, ভাড়া দিয়ে লুটে নিচ্ছে কোটি কোটি টাকা। এমন আলোচনা উঠে আসলে গুরু নানক সম্প্রদায় নেতৃবৃন্দ বিষ্ময় প্রকাশ করেন।
গুরুদুয়ারা ব্যবস্থাপনা কমিটি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাপস লাল চৌধুরী বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করবেন বলে সাংবাদিকদের জানান।##

Daily Frontier News