শিবলী সাদিক খানঃ
ময়মনসিংহে ঈদের মার্কেট করতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় স্বামী- স্ত্রী দু’জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুর ২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই পাঁচ রাস্তার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান।
নিহতরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার পাড়াইল গ্রামের বাসিন্দা আব্দুল হেকিম (৮০) ও তার স্ত্রী আজমলা খাতুন (৬৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুজন ঈদের কেনাকাটার জন্য বাড়ি থেকে শহরে আসছিলেন। দুপুর দুইটার দিকে তারা চুরখাই মোড়ে রাস্তা পারাপারের চেষ্টা করছিলেন। এসময় ঢাকা থেকে ময়মনসিংহগামী দ্রুত গতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় সংবাদ পেয়ে ওসি মোঃ শফিকুল ইসলাম খান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। কোতোয়ালী মডেল থানা পুলিশ মরদেহগুলো উদ্ধার করে সুরৎহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মচিম হাসপাতাল মর্গে প্রেরণ করেন । পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics