মাসুম মির্জা ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি:-
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়ন ও চর মধুয়া ইউনিয়নের গ্রাম গুলোর পাশে এবং নবীনগর উপজেলা চর মানিকনগর এলাকায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন আবার শুরু হয়েছে। এলাকাবাসী অসংখ্যবার মানববন্ধন এবং অভিযোগ প্রদান করেছে জেলা প্রশাসকের কাছে। জেলা প্রশাসক থেকে অসংখ্যবার অভিযান পরিচালনা করেছেন জরিমানা হয়েছে এবং চরএলাকায় ডিসি নিজে এসে পরিদর্শন করেছেন । কিছুদিন আগে বন্ধে অভিযানে গেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের লক্ষ্য করে গুলি ছুড়েছেন অবৈধ বালু উত্তোলনকারীরা মির্জাচর গ্রামের নুর ইসলাম তার সহযোগী হল নিলুক্ষার হান্নান এবং হারুন এরা সবাই ফেরারি আসামী।
১১/৫/২০২৫ তারিখ থেকে আবার পুনরায় অসংখ্য ডেজার দিয়ে চর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছেন দিনে ও রাতে। এলাকাবাসীর একটাই দাবি অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ করে এলাকাবাসীর কৃষি জমি এবং বসতভিটার রক্ষার আহ্বান জানিয়েছেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics