Daily Frontier News
Daily Frontier News

মুক্তি পেলেন সাংবাদিক টিপু, ফুল দিয়ে বরণ করলেন সাংবাদিকবৃন্দ

 

নিজস্ব প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন:-

অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি রোকনুজ্জামান টিপু। আজ ২৪শে এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক টিপুকে জামিনে মুক্তি দেওয়া হয়।

সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আপিল করা হয়। টিপুর পক্ষে অ্যাডভোকেট বদিউজ্জামান আপিল করার পাশাপাশি জামিনের আবেদন করেন।সাংবাদিক নেতাদের উপস্থিতিতে শুনানি শেষে ওই আবেদন মঞ্জুর করেন আদালত।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক টিপুর মুক্তির জন্য আবেদন করেছিলেন। জামিনে মুক্তির পর তাকে বরণ করেন নেন স্থানীয় সাংবাদিকরা।

ভবন তৈরির কাজের অনিয়মের তথ্য চাওয়ায় টিপুকে ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছিলেন নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল। এর প্রতিবাদে আজ সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।

Daily Frontier News