ফজলুল করিম সবুজ (নওগাঁ)-
নওগাঁর মান্দায় দীর্ঘ ১৭ বছর পর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ নওগাঁ জেলা ও মান্দা উপজেলা কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নওগাঁ-৪ আসনের এমপি প্রার্থী ও জেলা আমির খন্দকার মোঃ আব্দুল রাকিব।
আজ শুক্রবার (২১ মার্চ) মান্দা উপজেলায় বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামি মান্দা শাখা এ মতবিনিময়ের আয়োজন করেন।
উক্ত সভায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির খন্দকার মোঃ আব্দুল রাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আলহাজ্ব আব্দুর রশিদ, জেলা মজলিসুল মুফাসসিরিন সভাপতি মাওলানা মোস্তফা আল-আমীন, নওগাঁ জেলা প্রেসক্লাব সভাপতি রায়হান আলি, সাংবাদিক কাজি কামাল হোসেন, মান্দা শাখার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ সম্রাট, মান্দার প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, মান্দা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. বুলবুল হোসেন, সাংবাদিক মো. রেজাউল ইসলাম, এম এ রাজ্জাক, ডা. খোরশেদুল আলম, সেক্রটারি মাষ্টার মোয়াজ্জেম হোসেন, উপজেলা নায়েবে আমির আব্দুল কায়েম হোসেন, যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক, ছাত্রনেতা আমিনুল ইসলাম, সুপার আব্দুর রকিব, আব্দুল মালেক প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী যদি আগামীদিনে ক্ষমতায় যায় তাহলে গণতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনা করবে। ফ্যাসিস্টরা যাতে ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সাংবাদিক সমাজসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics