মান্দা প্রতিনিধি –
নওগাঁর মান্দায় উন্নয়নমূলক কাজ পরিদর্শনের ধারাবাহিকতায় সতীহাট বাজারের রাস্তার আরসিসি ঢালাই কাজ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ আলম মিয়া।
সোমবার (০২ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার সতীহাটে এই উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন তিনি।পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল), মৈনম-গনেশপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এস.এম এনামুল হক, ইউ’পি সচিব রফিকুল ইসলাম, ইউ’পি সদস্য আব্দুল আলীম, শাহাদত হোসেন, আস্তান আলী মোল্লা, বিমল কুমার এবং কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
গণেশপুর ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়নের জনসাধারনের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন রাস্তা,কালভার্ট, ইউ-ড্রেন তৈরীসহ হাট বাজারের উন্নয়ন সাধন করে যাচ্ছি।এরইধারাবাহিকতায় সতীহাট বাজারে ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ নিরসনে উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে এ আরসিসি ঢালাই রাস্তার কাজ করা হচ্ছে। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics