Daily Frontier News
Daily Frontier News

মান্দায় ভূমি জটিলতা নিরসনে বিশেষ গন শুনানি অনুষ্ঠিত

 

ফজলুল করিম সবুজ (নওগাঁ) –

নওগাঁর মান্দায় অনলাইন ভুমি উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলা, ভিপি লিজ ও ভূমি বিষয়ক জটিলতা নিরসনে ইউনিয়ন ভিত্তিক বিশেষ গন শুনানি অনুষ্ঠিত হয়েছে।

মান্দা রাজস্ব প্রশাসনের আয়োজনে ও মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।

বৃহস্পতিবার (২২ মে) উপজেলার ঠাকুর মান্দায়
ভারশোঁ-তৈতুঁলিয়া ইউনিয়ন ভুমি অফিস চত্তরে এ শুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ গণশুনানীর মাধ্যমে বেদখল হওয়া সম্পত্তির মালিক গণকে লাল কালি দ্বারা চিহ্নিত জমির দখল পজিশনের নকশা তাদের হাতে জেলা প্রশাসক তুলে দেন।

এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বক্তব্যে জানান, ভূমি সেবা মাধ্যমে মান্দা উপজেলাকে মডেল হিসাবে গড়ে তোলা হবে।

এছাড়া বক্তব্য অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানে স্থানীয় ভূমি মালিকদের উৎসাহ প্রদান করেন। ভবিষ্যতে ভূমি বিষয়ক জটিলতা নিরসনে, খাজনা দেওয়া ও হোল্ডিং খোলার জন্য এই অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান বিশেষ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সর্বস্তরের জনগণের কাঙ্খিত সেবা প্রাপ্তি নিশ্চিতে জেলা প্রশাসনের এরূপ গণশুনানি অব্যাহত থাকবে।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা (রাজজ্ব) সোহেল রানা, নিয়ামতপুর উপজেলা ভুমি কমকর্তা রেজাউল করিম,মান্দা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি’র) প্রকৌশলী আবু সায়েদ।
অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলার বিএনপির সাবেক সভাপতি মোঃ মোকলেছুর রহমান মকে, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, তৈতুঁলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোকলেছুর রহমান কামরুল, ভাঁরশো ইউনিয়নের বিএনপির আহ্বায়ক মোঃ মোজাম্মেল হক সহ প্রমুখ।

Daily Frontier News