ফজলুল করিম সবুজ (নওগাঁ) –
নওগাঁর মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে ৪ জন আহত হয়েছেন।রবিবার দুপুর ১ টায় উপজেলার মৈনম ইউনিয়নের ভদ্রসেনা গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন ভদ্রসেনা গ্রামের মৃত পাতানো মন্ডল এর ছেলে মুজিবর রহমান (৫২) ও মজিবর রহমানের স্ত্রী জামিলা বেগম( ৪২), ৭ নং প্রসাদপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মৃত মসলেম সোনার এর ছেলে আব্দুল মান্নান (৫০), ভদ্রসোনা গ্রামের মৃত রহমানের ছেলে ফিরোজ উদ্দিন (৪৮)।
এ বিষয়ে আহত জামিলার ভাই মামুন বলেন, বেশ কিছুদিন পূর্বে ফিরজের ভাই লিটনকে ডাকাত সন্দেহে এলাকাবাসী রাতের বেলা ধরে গণধোলাই দিয়ে মান্দা থানা পুলিশে দেয়। এই ঘটনায় লিটনকে গণপিটুনি ও পুলিশের হাত থেকে রক্ষা না করায় আজকে আমার বোন জামিলা ও ভগ্নিপতি মজিবুর রহমানকে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করে।এতে আমার বোন জামিলার হাত ও ভগ্নিপতির মাথায় ১৫ টি সেলাই দিতে হয়েছে।
আহত আব্দুল মান্নান ছেলে সিয়াম বলেন, সামান্য কথা কাটাকাটি কে কেন্দ্র করে পরিকল্পিতভাবে মুজিবুর রহমানের লোকজন ভদ্র সেনা স্কুল মোড়ে এসে হামলা চালায়। এসময় মুজিবুর আমার বাবার মাথায় আঘাত করলে বাম কানে লেগে কান কেটে যায়। আমার মামা সহ গুরুতর আহত হয়।
আহতরা উভয়ের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিকিৎসাধীন রয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে অবগত নই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics