সাধন সূত্রধর:-
মানিকগঞ্জে স্মাট অটোসের পক্ষ থেকে শুক্রবার রাতে সালাম কমপ্লেক্সে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ২ শতাধিক কাপড় ও লুঙ্গি বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন স্মার্ট অটোসের মালিক কায়সার আহমেদ, সালাম আহমেদ সহ পরিবারের সদস্য। প্রতিবছরই ঈদ আনন্দকে সবার সাথে ভাগাভাগি করার উদ্দেশ্যেই এ ঈদ উপহার দেওয়া হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics