Daily Frontier News
Daily Frontier News

মানিকগঞ্জে শহীদ জননী জাহানারা ইমামের ২৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

 

সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ:

আজ ২৬ জুন দুপুরে মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির দুই নম্বর ভবনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে অ্যাডভোকেট দিপক ঘোষের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের চেতনার বাতিঘর শহীদ জননী জাহানারা ইমামের ২৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জাহানারা ইমামের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে সকল বক্তাগণ “জাহানারা ইমাম ও মহান মুক্তিযুদ্ধে শহীদের স্বপ্ন বাস্তবায়নে মৌলবাদ স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তির মূল উৎপাটন করে মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী অপশক্তির সকল প্রকার ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিরোধ করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।” এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাংগঠনিক সম্পাদক বিমল রায়, সদস্য অ্যাডভোকেট সানোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Daily Frontier News