Daily Frontier News
Daily Frontier News

মানিকগঞ্জে নানা কর্মসূচিতে অংশগ্রহন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম সহ দশ সমন্বয়ক

 

সাধন সূত্রধর,জেলা প্রতিনিধি মানিকগঞ্জ:-

আজ সকালে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সংগঠনটি তাদের নিজস্ব সাংগঠনিক আলোচনা করে। সেসময় উপস্থিত ছিলেন স্থানীয় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ ও ঢাকা থেকে আগত সমন্বয়কের একটি দল।

সাংগঠনিক আলোচনা শেষে দলটির অন্যতম সমন্বয়ক সারজিস আলম এর নেতৃত্বে গত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় শেষে সমন্বয়ক সারজিস আলম বলেন, আন্দোলনে যারা যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের জন্য যথাসাধ্য ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং সেই সাথে যে সকল সরকারের কর্মচারী সেচ্ছায় বা কারো হুকুমে অপরাধ করেছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং সুষ্ঠু নিরপেক্ষ বিচার করা হবে।

বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে  জেলার সকল বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে উন্মত্ত মঞ্চে সবার উদ্দেশ্যে  সারজিস আলম বক্তব্য রাখেন। এ সময় তিনি  জেলার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন কেউ যদি সমন্বয়কের  নামে চাঁদাবাজি অপকর্ম করলে তা প্রতিহত করা সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Daily Frontier News