সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ:-
. মানিকগঞ্জ জেলা পুলিশে ২২ই ডিসেম্বর ২০২৪ইং সকাল ০৮.০০ টার সময় মানিকগঞ্জে নবাগত পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন জেলায় আগমন করেন।
. এ সময় নবাগত পুলিশ সুপারকে জেলার ঊর্দ্ধতন অফিসারবৃন্দ ফুলেল শুভেচ্ছ দেন এবং মানিকগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার কে হাউজ গার্ড সালামি প্রদান করা হয়।
. উক্ত সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল ওয়ারেস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুজন সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (ডি এস বি) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সালাউদ্দিন( পিপিএম সেবা), সদর থানার অফিসার ইনচার্জ, আরআই পুলিশ লাইন্স সহ অন্যান্য অফিসারবৃন্দ।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics