Daily Frontier News
Daily Frontier News

মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দুদিন ব্যাপী পিঠা উৎসব

 

সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ :-

মানিকগঞ্জের বেউথা নদীপাড়ে অনুষ্ঠানে এ পিঠা উৎসবে ২০ টি স্টলে নারকেল পুলি, শামুক পিঠা,
মাছ পিঠা,নকশী পিঠা,কমলা পিঠ, ভাপা পিঠা,
চিতই পাটিসাপটা, ও মাছ পিঠাসহ হরেক রকমের পিঠা বেচাকেনা হয়। ক্রেতা ও দর্শনার্থীদের ভীড় ছিল শেষ দিনে বেশি। উদীচি মানিকগঞ্জ জেলা শাখা আয়োজিত এ উৎসব উদ্বোধন করা হয় মোহাম্মদ আলী মাস্টারের পুথি পাঠের মাধ্যমে। এছাড়া এ উৎসবে ছিল, লোক নৃত্য, পালা গান ও লালন গীতি।

Daily Frontier News