Daily Frontier News
Daily Frontier News

মানিকগঞ্জের সিংগাইরে ডাকাতির ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ

 

সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কমলনগর গ্রামে প্রবাসী উজ্জ্বল সন্ন্যাসীর বসত বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫ ভরি স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রির প্রায় চার লাখ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র। ঘটনা সূত্রে জানা যায়, আগের দিন রাতে ডাকাত দলের কোন ব্যক্তি ওই বাড়িতে গিয়ে বাহিরের রান্না ঘরে লবণের সাথে চেতনা নাশক মিশিয়ে দিয়ে আসে সেই লবণ দিয়ে রান্না করা খাবার খেয়ে ওই পরিবারের সদস্যরা ঘুমে অচেতন হয়ে পড়ে। সেই সুযোগে ডাকাত দল ওই প্রবাসীর বাড়িতে ডাকাতরা হানা দেয়।পুলিশ সূত্রে জানা যায়,
গ্রেফতারকৃত ডাকাতরা হলো আব্দুল কুদ্দুস (৫০)মো: আরমান (৩৫)মো: মিজান( ২৫) সোহাগ( ২৫)ও মনির(৩৭)।তাদের বাড়ি সিংগাইর উপজেলার বিভিন্ন গ্রামে। পুলিশ সুপার মো: গোলাম আজাদ খান জানান, গ্রেফতারকৃতদের কারো বিরুদ্ধে ১৭টি ও কারো বিরুদ্ধে সর্বনিম্ন ৩টি করে থানায় ডাকাতির মামলা রয়েছে। গত ২৮ মার্চ রাতে ওই প্রবাসীর বাড়িতে খাবারের সাথে চেতনা নাশক মিশিয়ে দেওয়ার কারণে বাড়িতে থাকা সবাই ঘুমে অচেতন হয়ে পড়ে। সেই সুযোগে ডাকাত দল ঘরের গেটের গ্রিল কেটে দরজা ভেঙ্গে প্রবেশ করে ২০ ভরির বেশি স্বর্ণালংকার ও নগদ ৮৫ হাজার টাকাসহ অন্যান্য মালামাল ডাকাতি করে নিয়ে যায়।

Daily Frontier News