Daily Frontier News
Daily Frontier News

মানবতার ফেরিওয়ালা মালয়েশিয়ান প্রবাসী সুজন মিয়া

 

এস এম দুর্জয় স্টাফ রিপোর্টার:

 

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’ এই প্রতিপাদ্যে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন এর হয়দেবপুর গ্রামে অসহায় মানুষের মাঝে বিভিন্ন সময় নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দিয়েছেন মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত সাবেক ছাত্রনেতা, বর্তমান প্রভাবশালী যুব নেতা, ও মালয়েশিয়া প্রবাসী মোঃ সুজন মিয়া।
কাওরাইদ ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় মানুষের পাশে থাকেন তিনি।
, যাদের জোটে না দু’বেলা দু’মুঠো খাবার। এসব দিশেহারা মানুষের মাঝে মালয়েশিয়া আসার পর থেকে ও আগে থেকেই সাধ্যমত ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন অনেকটা নীরবে-নিভৃতে এবং প্রচারও বিমুখ।
এ সকল মানবিক উদ্যোগে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করেন কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের মালয়শিয়া প্রবাসী মোঃ সুজন মিয়া।প্রতিবারের মতো এবারও প্রবিত্র রমজান উপলক্ষে শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।হয়দেবপুর গ্রামের কয়েকজন বিএনপি কর্মী বলেন মালয়শিয়ায় থাকা সুজন মিয়ার সহযোগিতায় রমজানে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন। এছাড়াও বিভিন্ন সময়ে আর্থিক অনুদান ছাড়াও খেলার সরঞ্চাম, চিকিৎসা ও বর্নাত্বদের পাশে থাকেন।এ ভাবে প্রবাসে থাকা লোকজন প্রতি পরিবারের পাশে দাঁড়ালে অসহাত্ব কমে আসবে বলে তিনি মনে করেন।
ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণে তাঁর কোন দল নেই। দলমত নির্বিশেষে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।
প্রবাস থেকে মোঃ সুজন মিয়া মোবাইল ফোনে বলেন, দেশের এই পরিস্থিতিতে আমি দায়িত্ব মনে করেছি সাধারণ মানুষদের পাশে দাঁড়ানোর। ছোট বেলা থেকেই শুনে আসছি, দু’বেলা দু’মুঠো খাওয়ার সংগ্রাম। এই সংগ্রামটাই আমি অসহায়দের জন্য করছি। শুধু খাদ্য সামগ্রীই নয় তিনি অসহায় রোগিদের মাঝে নগদ অর্থ চিকিৎসা সামগ্রী
তিনি আরও বলেন, অসহায়দের পেটে যতোদিন ক্ষুধা আছে ততদিন তাদের পাশে থাকতে চাই। এটাই আমার তৃপ্তি। অসহায় মানুষগুলো পেটপুরে খাওয়ার পর তৃপ্তির যে হাসিটা দেয়, এটা আমার কাছে কোটি টাকার সম্বল। আমার এই পরিশ্রম স্বার্থক হয় তখন। সাধারণ খেটে খাওয়া মানুষেরা চাল-ডাল পওয়ার পরে তাদের হাসিমাখা মুখটা দেখার আনন্দটা নিজের চোখে না দেখলে বোঝানো যাবে না।

Daily Frontier News