Daily Frontier News
Daily Frontier News

মাধবপুরে ৩০ কেজি গাজাঁ পিকআপ গাড়িসহ দুইজন আটক

 

আব্দুল জাহির মিয়া হবিগঞ্জ জেলা
প্রতিনিধি ঃ

হবিগঞ্জ জেলার সুযোগ্য মান্যবর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রেজাউল হক খান মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় জনাব মোঃ আজিজুর রহমান সরকার, সহকারী পুলিশ সুপার, মাধবপুর সার্কেল ও জনাব আব্দুল্লাহ আল মামুন, অফিসার ইনচার্জ, মাধবপুর থানা এর সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) এস.এম বুলবুল আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ মাধবপুর থানাধীন ৬নং শাহজাহানপুর ইউপি এলাকায় টহল ডিউটি,গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করাকালে ৩/১১/২০২৪ খ্রিঃ তারিখ ৪.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় মাদক ব্যবসায়ী সাতছড়ি হইতে তেলিয়াপাড়া বাজার হয়ে ১টি পিকআপ গাড়ী করে গাঁজা নিয়ে মাধবপুরের দিকে আসিতেছে। তখন এসআই বুলবুল আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ ৩ অক্টোবর ভোরে তাৎক্ষনিকভাবে মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া বাজার রেল গেইটের পূর্ব পাশে পাকা রাস্তার উপর রানা স্টোরের সামনে চেকপোস্ট বসায়। চেকপোষ্ট করাকালে একটি নীল-পিকআপ গাড়ী, যাহার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো ন-২১-০৯১৩ সাতছড়ি দিক হইতে তেলিয়াপাড়া বাজারের দিকে আসা অবস্থায় পুলিশের চেকপোস্ট দেখে পিকআপ গাড়ীটি রেখে চালকসহ ২জন লোক দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এসআই বুলবুল আহম্মেদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোঃ সেলিম মিয়া (২৭), পিতা-মৃত রফিকুল ইসলাম, মাতা-মোছাঃ সেলিনা বেগম, সাং-তেতুলতলা (বাটাপাড়া), থানা-গমস্থাপুর, মোঃ রুবেল মিয়া (২২), পিতা-মৃত মনিরুল ইসলাম, মাতা-মৃত রুমেলা বেগম, সাং-আজমতপুর, থানা-শিবগঞ্জ, উভয় জেলা-চাপাইনবাবগঞ্জ দ্বয়কে ৩০ কেজি গাঁজা ও ০১টি পিকআপ গাড়ীসহ গ্রেফতার করেন। উক্ত বিষয়ে মাধবপুর থানার মামলা ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির ১৯ (গ)/৩৮/৪১ রুজু করা হইয়াছে।

Daily Frontier News