নিজস্ব প্রতিনিধিঃ-
মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় উত্তাল দেশ। ধর্ষণে অভিযুক্তদের জনসম্মুখে ফাঁসি ও জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন চলছে। সঙ্গে নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়াতেও।
এই মুহূর্তে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৮ বছরের সেই শিশু। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে শিশুটির অচেতন অবতার। এমন মর্মান্তিক ও ন্যাক্কারজনক ঘটনা স্বাভাবিকভাবে মানুষের মনে দাগ কেটেছে, তাই তো দেশের সকল শ্রেণীর সচেতন নাগরিক চুপ থাকতে পারল না সেই শিশুটিকে নিয়ে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি চাচ্ছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)।
অনতিবিলম্বে দোষীদের শাস্তির দাবী জানায় দেশের সকল সচেতন নাগরিকের পাশাপাশি এই সাংবাদিক সংগঠনটিও।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নিলু সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, বিএমইউজে ফেনী থেকে সাঈদ খান মাসুম বিল্লাহ, ময়মনসিংহের মাইন উদ্দিন উজ্জ্বল, কক্সবাজার থেকে মোঃ শহিদুল্লাহ মাদারীপুর থেকে আবুল খায়ের গোপালগঞ্জ থেকে হাফেজ সিকান্দার আলী আমিনুজ্জামান রিপন ইনসান আলী ঢাকা মহানগর দক্ষিণের আব্দুল মালিক মনি শিমুল খান সহ পাবনা থেকে আব্দুস সালাম নওগাঁ থেকে খোরশেদ আলম সহ জেলা উপজেলার সকল নেতৃবৃন্দ আট বছরের এই শিশুর ওপর পাশবিক নির্যাতন ও ধর্ষণের তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত ফাঁসির দাবি করেন |
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics