গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা অবদা মোড়ে মাওনা হইতে বরমী টু হোসেনপুর-কটিয়াদি সিএনজি স্যান্ডের পরিচালনায় নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে।সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খলিল হোসেন ও সাধারণ সম্পাদক পদে ফালান মিয়াকে পদে নির্বাচিত করা হয়েছে।মাওনা চৌরাস্তা অবদা মোড় সিএনজি স্যান্ডে মোট ৭৭ জন ভোটারের মধ্যে খলিল হোসেন ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকরাম পেয়েছে ৩১ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বীতায় ফালান মিয়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics