স্টাফ রিপোর্টার:
নরসিংদীর মনোহরদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত এবং ১০/১২ টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার ৭ই ডিসেম্বর ২০২৪ বেলা ১১,৩০মি: দিকে উপজেলার চালাকচর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়। আহতরা হলো- ছাত্রদল নেতা মনিরুজ্জামান ছোটন, মিজানুর রহমান, আ. মোতালিব, মোস্তফা হোসেন, আল আমিন, ফাহিম, রায়হান উদ্দিন শিপন, নাজমুল আলম মিতুল, মুখলেছুর রহমান, আলমগীর হোসেন ও আকাশ মিয়া আহত হয়ে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হলে, ফাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত শনিবার সকাল ১১,৩০ মি: দিকে বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অবঃ) মোহাম্মদ জয়নুল আবেদীন তার নেতা-কর্মীদের নিয়ে চালাকচর বাজারে গণসংযোগ করার সময় মনোহরদী-বেলাব আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতা কর্মীরা এতে বাধা প্রদান করে। এ সময় দুই পক্ষের নেতা কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয় এবং জয়নুল আবেদীনের গাড়িসহ আরও ১০/১২ টি গাড়ি ভাঙচুর করা হয় এবং পাঁচ থেকে ছয়টি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, এ ব্যাপারে আমি এখনো তেমন কিছু জানি না।
অপরদিকে লে. কর্নেল (অবঃ) জয়নুল আবেদীন জানান, চালাকচর বাজারে আমার শান্তিপূর্ণ গণসংযোগ চলাকালে কিছু উচ্ছৃঙ্খল যুবক আমার গাড়ি ভাঙচুর ও নেতা-কর্মীদের উপর হামলা করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরদী-বেলাব উপজেলার সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী লে. কর্নেল (অবঃ) জয়নুল আবেদীন। এবং উনার নির্বাচন বানচাল করার জন্য দ্বিতীয় বারের মতো হামলা করে বকুল গ্রুপ। এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, ঘটনা জানতে পেরে আমি সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics