Daily Frontier News
Daily Frontier News

মধুটিলা রেঞ্জের পশ্চিম সমশ্চুড়া বিটের ১৯-২০ ও ২০-২১ সালের উডলট বাগান কমিটির সভাপতি বাবু ও সম্পাদক কফিল উদ্দিন

 

রবিউল ইসলাম নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:-

 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা রেঞ্জের আওতায় সমশ্চুড়া বিটের,পশ্চিম সমশ্চুড়া ২০১৯-২০ ও ২০-২১ সনের (৩য় আবর্তে) সৃজিত ৪৭.০ হেক্টর ও ২০ হেক্টর উডলট সামাজিক অংশীদারিত্ব বাগান ব্যবস্থাপনা ও রক্ষানাবেক্ষন কমিটির মো: ওবাইদুল হক বাবুকে সভাপতি ও মো: কফিল উদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত করে (৯) নয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

গেলো ২০/১১/২০২৪ খ্রি: রোজ বুধবার বিকাল ৪.০টার সময় পশ্চিম সমশ্চুড়া উচ্চ বিদ্যালয় মাঠে সকল সদস্যদের নিয়ে এক সাধারণ সভার মাধ্যমে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এবং পরবর্তীতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে (৯) নয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সহ-সভাপতি মো: রেজাউল করিম,সহ-সাধারণ সম্পাদক মো: আমির উদ্দিন,কোষাধ্যক্ষ মো: আ: রেজ্জাক,সম্মানিত সদস্য মো: মেহের আলী,শ্রী শীব চন্দ্র কোচ। দুইজন মহিলা সদস্য মোছা: ছালমা বেগম ও মোছা: হাবেজা বেগম।

উল্লেখ্য, উক্ত কমিটি গঠন করার সময় বন বিভাগের স্থানীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং সামাজিক বাগান ব্যবস্থাপনা ও রক্ষানাবেক্ষন করার বিভিন্ন বিষয় সম্পর্কে সকলকে অবিহিত করেন। পরবর্তীতে বন বিভাগের স্থানীয় রেঞ্জ কর্মকর্তার অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো: দেওয়ান আলী ও বিট কর্মকর্তা মো: কাউছার হোসেন আনুষ্ঠানিক ভাবে নতুন কমিটি তাদের আছে হস্তান্তর করেন।।

Daily Frontier News