বিশেষ প্রতিনিধি :
ভোলা জেলার সদর উপজেলা পূর্ব ইলিশা ৬ নং ওয়ার্ড মেম্বার আব্দুল বারেক কর্তৃক এক প্রতিবন্ধী পরিবারকে ৪০ বছরের বসত ভিটা থেকে উচ্ছেদের হুমকির অভিযোগ করা হয়েছে জেলা প্রশাসক (রাজস্ব ) বরাবরে। গত ২১-৫ ২০২৩ ইং পূর্ব ইলিশা ৬ নং ওয়ার্ডের চর আনন্দ পার্ট-৩ এর মৃত সজীব আলী মাঝির কন্যা মনোয়ারা বেগম নামে ওই মহিলা এই অভিযোগ করেন । অভিযোগে তিনি উল্লেখ্য করেন – তার সাতজন কন্যা সন্তান রয়েছে এবং দুইজন ছেলে সন্তান রয়েছে এদের মধ্যে একজন ছেলে মানসিক প্রতিবন্ধী আর এই সন্তানদের নিয়ে ওই বাড়িতে তার অনেক কষ্টে দিন কাটে , তার পিতার ক্রয়কৃত সেই পৈতৃক সম্পত্তিতে বাড়ি করে বসবাস করছেন প্রায় ৪০ বছর ধরে , সেই বাড়িতে মোট ৩২ শতাংশ জায়গা ছিল তাদের, সেখান থেকে ইতিপূর্বে জবরদখল করে ১৬ শতাংশ জায়গা নিয়ে নেয় বারেক মেম্বার আর বাকি ১৬ শতাংশে ৪০ বছর ধরে বসবাস করছেন তারা , এখন সেই বসত বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি দিচ্ছেন বারেক মেম্বার এমন অভিযোগ করে মনোয়ারা প্রতিকার চায় , মনোয়ারা বেগম বলেন – বিভিন্ন জায়গায় বিচার দিয়ে কোন কুল কিনারা না পেয়ে তিনি জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করেন কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রতিকার পায়নি তিনি, এরই ধারাবাহিকতার বারেক মেম্বার বর্তমানে তাদের বাড়ির কিছু গাছ জোর করে কেটে নেয় বলেও তিনি অভিযোগ আনেন এই বারেক মেম্বারের বিরুদ্ধে , আর এ বিষয়ে তার মেয়ের স্বামী মোঃ মঞ্জু গত ১৯ নভেম্বর ২০২৪ ইং বাদী হয়ে বন অধিদপ্তরে অভিযোগ করেন, মনোয়ারা বলেন জমির খাজনা দিতে গেলে ইলিশা ভূমি অফিসে তাদের খাজনা নেওয়া হয় না কিন্তু এর আগে কয়েক বছর নিয়েছে ,এ সমস্ত কাজে যুক্ত এই বারেক মেম্বার তাই ভূমি অফিস তাদের সাথে এরকম করে বলে তিনি জানান , এজন্য ভূমি মন্ত্রণালয়ের উপরস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি এবং এ ব্যাপারে তিনি জেলা প্রশাসক সহ পুলিশ প্রশাসন ও যৌথ বাহিনীর সহযোগিতা কামনা করেন এবং তিনি প্রশাসনের প্রতি দাবি জানান বারেক মেম্বারকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার , তিনি আরো বলেন এই পৈতৃক বসতভিটা থেকে তাদের উচ্ছেদ করে দিলে মানসিক প্রতিবন্ধী সন্তানকে নিয়ে রাস্তায় বসবাস করতে হবে এছাড়া তাদের আর কোন উপায় নেই । এ ব্যাপারে আব্দুল বারেক মেম্বারের মুঠোফোনে কল দিয়ে জানতে চাইলে তিনি বলেন অভিযোগকারীর বর্তমান বসত ভিটায় চার কড়া জায়গা আছে বাকি জায়গা অন্য দিকে রয়েছে আর তার বাড়িতে আমি কিছু জায়গা পাব বাকি জায়গা অন্য ব্যক্তি পাবে ,
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics