মোঃ জিয়াউর রহমান অপরাধ জগত প্রতিনিধি :-
. ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় কথিত অপসংবাদিকতা ও মিথ্যা তথ্য প্রকাশে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে।২৫শে এপ্রিল (শুক্রবার) রাত ৮টায় উপজেলা মোড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
. সম্মেলনের আয়োজক উপজেলার মির্জাপুর চত্বরের হাজী কাইয়ুম মিয়া বিবৃতিতে জানান, এই বছর আমি মাটি ব্যবসার সাথে জড়িত না, মাইনুদ্দিন রুবেল সাংবাদিক পরিচয়ে বিভিন্ন সময় আমার কাছ থেকে ভয় ভীতি দেখিয়ে টাকা নিয়েছে। এমন কি তার অনুরোধে তার বাড়িতে তিন ট্রাক মাটিও পাঠিয়েছি। সে বিভিন্ন সময় আমাকে হয়রানি করার লক্ষ্যে বিভিন্ন ভাবে পত্রিকায় খবর ছাপানো হচ্ছে। যার কোন ভিত্তি নেই। আমি শুধু আমার সম্মান রক্ষার্থে তাকে চাঁদা দেওয়া লাগছে, যেহেতু এই বৎসর আমি আমারই একটা জায়গার মাটি কেটে সমান করিয়াছি।
. বিজয়নগরে প্রায় লোকই মাটি কাটার ব্যবসা করে, কিন্তু আমার নামটা কেন আসে। গত ঈদে আমার কাছ ৫০ হাজার টাকা সাংবাদিক রুবেল মিয়া চাঁদা দাবি করলে, আমি অনীহা প্রকাশ করাতে আমার সাথে এমন করতেছে। আমার কাছ থেকে যত টাকা নিয়েছে তার সাক্ষী প্রমাণ বিকাশ স্টেটমেন্ট আছে।
. সে নাকি অনেক বড় সাংবাদিক, এস পি ডিসি তার কথামত চলে। মূল কথা তাকে চাঁদা না দেওয়ার কারণে এমন অপবাদ দিচ্ছে। আমি তার তীব্র নিন্দা জানাই, সাথে সাথে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষী যেই হোক আইনের আওতায় আনার দাবি জানান।
. আজ আমার সংবাদ সম্মেলন সভায় বাধাগ্রস্ত করতে এসেছিল, তার সাথে কিছু দুষ্কৃতিকারী নিয়ে।এক পর্যায়ে কথা কাটা-কাটি মাধ্যমে উভয় পক্ষের হাতা-হাতিতে উভয় পক্ষ আহত হন। সে ছেলে-পেলে নিয়ে আমার বাড়ির সামনে রাতে আসার উদ্দেশ্যটা কি ছিল ?
. প্লাস্টিকের চেয়ার দিয়ে বাইরা বাইরিতে সাংবাদিক মাইনুদ্দিন রুবেল আহত ও ছায়েদ মিয়া আহত হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics