মোঃ শাহিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া
. ২৮শে সেপ্টেম্বর ২৪খ্রি. তারিখে বাঞ্ছারামপুর থানাধীন ছয়ফুল্লাকান্দি ইউপিস্থ ছয়ফুল্লাকান্দি সাকিনের পাড়াতলী রোড দিয়ে বাদী ব্যাটারি চালিত অটো রিক্সাযোগে নিজ বাড়ী হইতে ছয়ফুল্লাকান্দি বাজারের তার নব নির্মাধীন বিল্ডিং এর উদ্দেশ্যে যাওয়ার সময় দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার সময় বোরকান মিয়ার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পৌঁছামাত্র একটি পিকআপ করে অজ্ঞাতনামা ৭/৮ জন ব্যক্তি বাদীর অটো রিক্সার গতিরোধ করে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, চাপাতি নিয়ে ভয়ভীতি প্রদর্শন করিয়া বাদীর অটোরিক্সা হইতে টানাহেচরা করে নামিয়ে জোরপূর্বক তার কাঁধ ব্যাগে রক্ষিত সর্বমোট নগদ-৬,৯০,০০০/- টাকা নিয়ে পিকআপ করে চলে যায়।
. বাঞ্ছারামপুর থানা পুলিশ উক্ত সংবাদ পাইয়া অফিসার ইনচার্জ, বাঞ্ছারামপুর মডেল থানার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে ডাকাতি ঘটনায় জড়িত ৬ জন আসামী গ্রেফতার ও ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, দেশীয় অস্ত্র ও লুন্ঠিত নগদ টাকা উদ্ধার করা হয়।
. গ্রেফতারকৃত ডাকাতের (১) নুরুল হক বাপ্পী (২২)
পিতা-হান্নান হোসেন মাতা-মমতাজ বেগম সাং-কাশিনাথপুর, কোট বাড়ি দিদার মার্কেট সংলগ্ন (২) মোঃ আল আমিন(২৪) পিতা-মোঃ লাকি মিয়া মাতা-রাজিয়া বেগম সাং-বলরামপুর, ঈদ গা দক্ষিন পাশে (৩) মোঃ ফারুক(২৪) পিতা-মোঃ হারুন মাতা-রহিমা বেগম সাং-দৌলতপুর, শাহিন মিয়ার বাড়ী, ৩নং ওয়ার্ড, দূর্গাপুর ইউপি সর্ব থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা (৪) শ্রীধাম চন্দ্র সরকার(৩৮)পিতা-মৃত সত্য রঞ্জন সরকার সাং-খাগাতুয়া, রতনপুর ইউপি থানা-নবীনগর জেলা-ব্রাহ্মণবাড়িয়া (৫) ফারুক মিয়া(৩৩)
পিতা-ফরচাঁন মিয়া মাতা-বেবী আক্তার সাং-টনকী, ৪নং ওয়ার্ড, হাসপাতাল রোড,নতুন বাড়ী থানা-ভাঙ্গুরা জেলা-কুমিল্লা (৬) কাউছার (৪০) পিতা-আব্দুর রউফ
মাতা-ফৌজিয়া খাতুন সাং-ফরচঙ্গা,মহিচাইল ইউপি
থানা-চান্দিনা জেলা-কুমিল্লা ।
. জব্দকৃত আলামত:-(১) রেজিঃ বিহীন খোলা পিকআপ গাড়ী, যাহার সামনের গ্লাস এবং দুপাশের গ্লাস ভাংগা, যাহার ইঞ্জিন নং-FPH044005P, সেচিস নং -MB1AB42E2PRFMS262 , যাহার মূল্য-১৫,০০,০০০/-টাকা,(২) একটি লোহার হাতল যূক্ত চাপাতি, যাহার দৈর্ঘ্য ১৩ ইঞ্চি,(৩) দুইটি লোহার হাতল যূক্ত টাকশাল (চাপাতি সমূহ), যাহার একটি দৈর্ঘ্য ১১ ইঞ্চি এবং অপরটির দৈর্ঘ্য ১৪ ইঞ্চি
(৪) কাঠের হাতল যূক্ত লোহার ছোড়া, যাতলযূক্তসহ যাহার দৈঘ্য সাড়ে ১১ইঞ্চি(৫) বাংলাদেশী একহাজার টাকার নোট ২৬টি, সৌদি ৫০০ রিয়ালের নোট ৪ টি, আমেরিকান ১ ডলালের নোট ১৬ টি, কুয়েতি দিনার এর নোট ০৩টি, (এর মধ্যে ২টি এক দিনারের নোট ও একটি ১০ দিনারের নোট), কাতারের রিয়ালের নোট ১টি উদ্ধার।
. জেলা ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানার এফআইআর নং-১২, তারিখ- ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০ আইনে নিয়মিত মামলা রুজু করিয়া আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics