Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষা সপ্তাহ উদ্ভোধন

 

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:-

“স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ,শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে ঢাকা – সিলেট মহাসড়ক সহ ইনস্টিটিউট সংলগ্ন বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে ইনস্টিটিউট চত্ত্বরে এসে শেষ হয়। র‍্যালীতে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক, অধ্যক্ষ মো: আবুল কালাম আজাদ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জিয়াদুল হক বাবু সহ শিক্ষক,শিক্ষিকা, ছাত্র/ছাত্রী, সাংবাদিক এবং নানা শ্রেণি -পেশার লোকজন র‍্যালীতে অংশ গ্রহণ করেন।


পরে বেলা ১২ টায় ইনস্টিটিউটের সেমিনার কক্ষে পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো: আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও নুর ফজলে রবের পরিচালনায় অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- চীফ ইন্সট্রাক্টর মোহাম্মদ সাজেদুল ইসলাম, উত্তম কুমার দেবনাথ, মারুফুর রহমান, নিজাম উদ্দিন আহমেদ,রাজেশ পাল, মো:আনোয়ার হোসেন,প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এস,এম জহিরুল আলম চৌধুরী টিপু প্রমুখ।অবিভাবক সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত অবিভাবকরা অংশ নেয়।

মো: জিয়াদুল হক বাবু

Daily Frontier News