মোঃ শাহিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া
. ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাবেদুর রহমান মহোদয়ের নির্দেশনা এবং মোহাম্মদ আবদুল কাদের,অফিসার ইনচার্জ, কসবা থানা ব্রাহ্মনবাড়িয়া এর সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
. অভিযানকালে এসআই (নিঃ)/মোঃ ফারুক এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নিঃ)/ মাসুদ সরকার ও সঙ্গীয় ফোর্স সহ ২০শে ডিসেম্বর ২০২৪ খ্রি: রাত্র ১১:৩০ ঘটিকার সময় কসবা থানাধীন কায়েমপুর ইউপিস্থ সুবিধাপুর সাকিনে কসবা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর পূর্ব পাশে কসবা টু নয়ন পুর গামী পাঁকা রাস্তার উপর ১০(দশ) কেজি গাঁজা উদ্ধার করে ।
. পলাতক আসামীর নাম ও ঠিকানা:- (১) তাজু প্রকাশ কালন(৩৭), পিতা-মৃত ওসমান ভূইয়া, সাং-কামালপুর, ওয়ার্ড নং-০৯, সাং-চকবস্তা রেল লাইনের পূর্ব পাশে, চকবস্তা সরকারি প্রাইমারি স্কুলের পাশের বাড়ী, ওয়ার্ড নং-, ইউ/পি-৯নং কায়েম পুর, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া
. এ বিষয়ে মোহাম্মদ আব্দুল কাদের অফিসার ইনচার্জ, কসবা থানা, ব্রাহ্মনবাড়িয়া,মিডিয়া প্রতিনিধি কে জানান, থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামে কোর্ট হাজতে সোপর্দ প্রক্রিয়াধীন আছে । মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে।দায়িত্ব পালনে আমরা সচেষ্ট আছি ।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics