মোঃ জয়নাল আবেদীন বিশেষ প্রতিনিধিঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় ১০ই ফেব্রুয়ারি ২০২৫ইং রোজ সোমবার, বিকাল ৪ ঘটিকা হইতে ৫ ঘটিকা পর্যন্ত, নোয়াগাঁও ইউনিয়নে অবস্থিত অবৈধ শানু ব্রিকস নামক ইটভাটায় অভিযান পরিচালনা করে।
. এই সময় ইট ভাটা কর্তৃপক্ষ পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স দেখাতে পারেনি। এই সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযোগ দাখিলের নিমিত্ত ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
. উক্ত আইনের ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৪ ধারায় ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইট ভাটায় পানি ছিটানো হয়।
. এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোশারফ হোসাইন মিডিয়া প্রতিনিধি কে জানান, উচ্চ আদালতের নির্দেশক্রমে উপজেলায় অবৈধ সকল ইটভাটা বন্ধের ধারাবাহিক কার্যক্রমের অংশ । নিয়মিত ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলমান আছে । সহযোগিতায় ছিলেন সরাইল থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ রফিকুল হাসান সহ সঙ্গীয় ফোর্স । ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগী অফিস বৃন্দ ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics