জিয়াউর রহমান অপরাধ জগত সরাইল:-
. সরাইল থানাধীন শাহবাজপুর সাকিনে ঢাকা সিলেট মহাসড়কের মিজান মিয়ার স-মিলের সামনে পাকা রাস্তার উপর। তারিখ ১৪ই এপ্রিল ২০২৫ইং সময় ৩.৩০ ঘটিকা।
. ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এহতেশামুল হক মহোদয়ের নির্দেশে সরাইর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে অফিসার ইনচার্জ,সরাইল থানা সাহেবের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ কবির হোসেন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল হইতে ১টি যাত্রীবাহী সি এন জি তল্লাশিকালে ধৃত আসামী (১) মোঃ সাইফুল ইসলাম (২১), পিতা- মানিক মিয়া সাং আলাদাউদপুর থানা-বিজয়নগর জেলা-ব্রাহ্মনবাড়িয়া হেফাজত হইতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক আসামী কে গ্রেফতার করে ।
. এ বিষয়ে সরাইল থানায় কর্মরত এস আই কবির খান বলেন, মাদকদ্রব্য আইনে সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি কে কোর্ট হাজতে সপোর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics