Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ভ্রাম্যমান আদালতে মাদক সেবী সুন্দর আলী কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড 

 

জিয়াউর রহমান অপরাধ জগত সরাইল:-

 

.    জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদর ইউনিয়নের নতুন হাবলি পাড়া এলাকায় রোজ সোমবার সময় দুপুর ২:০০ ঘটিকায় ২০২৫ইং মাদক বিরোধী  অভিযান পরিচালনা করা হয়‌।

.  এই সময় একজন মাদক সেবী মাদক সেবন করে মাতলামি সহ অশ্লীল অঙ্গভঙ্গি ও অশুভ উপদ্রব  করতেছিলো এবং মহিলাদের কে ইভটিজিং করতেছিলো। তৎ সময়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল হাসান এর নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে।

.   আটককৃত তার অপরাধ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়‌ ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।আসামী: সুন্দর আলী (২৫), পিতা: আবদুল জলিল, নতুন হাবলি,সরাইল,ব্রাহ্মণবাড়িয়া।আসামি কে কোর্ট হাজতে সোপর্দ করা হয়।

ধন্যবাদ।

Daily Frontier News