মো: আল আমিন বক্স সরাইল ব্রাহ্মণবাড়িয়া:-
. ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন চুন্টা ইউনিয়নের নতুন হাটি এলাকার ফসলী মাঠে থাকা পানি সেচের বৈদ্যুতিক মোটর, পাম্প ও চেসিস গত ২রা মার্চ ২০২৫ইং তারিখ রাতে অনুমান ১.৩০ ঘটিকায় চুরির ঘটনা ঘটে।
. এতে সেচ সংকটে ধানের ফলন বিপর্যয়ের শঙ্কায় স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক অসস্তুোষ সহ ক্ষোভের সৃষ্টি হয়। উক্ত ঘটনায় নতুন হাটি গ্রামের মৃত আব্দুল গফুর এর ছেলে মোঃ ফারুক মিয়া লিখিত ভাবে তাহার গ্রামের জুরু মিয়ার ছেলে মাতাব মিয়া, জাহাঙ্গীর মিয়া, লিটন মিয়া ও ছুট্টু মিয়াগণের বিরুদ্ধে সরাইল থানায় অভিযোগ দায়ের করে।
. এই প্রেক্ষিতে সরাইল থানার মামলা নং-৫,তারিখ ৪ই মার্চ ২০২৫ইং ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই.(নিঃ) মোঃ নুরুন নবী তথ্য উপাত্তের ভিত্তিতে পুলিশি কায়দা কানুন ব্যবহার করে সঙ্গীয় ফোর্সের সহায়তায় গত ২৯শে মার্চ ২০২৫ খ্রিঃ তারিখ রাত ৪.০০ ঘটিকার সময় আসামী মাতাব মিয়া (৫২), পিতা- জুরু মিয়া,মাতা- সাং-নতুনহাটি, ইউপি-চুন্টা, থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া কে গ্রেফতার করেন।
. গ্রেফতারের পর আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামী চুরির ঘটনা স্বীকার করে এবং চোরাইকৃত মালামাল এর অবস্থান সংক্রান্তে তথ্য প্রদান করে।
. অফিসার ইনচার্জ জনাব মোঃ রফিকুল হাসান এর নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার ও ফোর্স সহ সরাইল থানার ২টি টিম একই তারিখ বিকাল ৫:০০ ঘটিকার সময় সরাইল থানাধীন নয়া হাটি পশ্চিম পাড়া সাকিনস্থ মেঘনা নদীর পাড়ে উপস্থিত হইয়া আসামীর দেওয়া তথ্য মোতাবেক এবং তাহার দেখানো মতে তাহার ভাই অর্থাৎ ২নং আসামী জাহাঙ্গীর এর পানির সেচের মেশিন ঘরের পাশে মাটির নিচ থেকে অভিযান পরিচালনা করে ।
. উদ্ধারকৃত ১ (এক) টি ১৫ ঘোড়া পানির মোটর এবং ২নং আসামী জাহাঙ্গীর এর পানির সেচের ড্রেনে মাটির নিচ থেকে ১ (এক)টি ৬ ইঞ্চি পানির পাম্প এবং ১ (এক) টি লোহার তৈরি চেসিস উদ্ধার পূর্বক বাদীর সনাক্ত মতে জব্দ করা হয়। আসামি কে কোর্ট হাজতে সোপর্দ করা হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics