Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা পুলিশ কর্তৃক ২৫ কেজি গাঁজা সহ ৩ জন গ্রেপ্তার 

 

মোঃ আল আমিন বক্স সরাইল ব্রাহ্মণবাড়িয়া:-

.   জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা ১১ই মার্চ ২০২৫ খ্রি. ভোর-৫.৩০ ঘটিকার সময় তথ্য উপাত্তের ভিত্তিতে পুলিশি কায়দা কানুন ব্যবহার করে সরাইল থানার এসআই/জয়নাল আবদীন এর নেতৃত্বে এসআই/নুরুন নবী সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে সরাইল থানাধীন নোয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ গোগদ স্টেশনে সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর সিলেট হইতে ঢাকাগামী মাদক বহনকারী বিসমিল্লাহ পরিবহন নামক ঢাকা মেট্রো-ব-১৫-৯৯৩৫ বাস তল্লাশী করে সাদা রংয়ের প্লাস্টিকের ৩ টি বস্তায় ভর্তি অবস্থায় সবমোট- ২৫ কেজি মাদক (গাজা) উদ্ধার পূর্বক জব্দ করে।

.   এ ঘটনার সাথে জড়িত গাড়ী চালক সহ ৩ মাদক ব্যবসায়ী (১) মোঃ আবুল কাশেম(৩৬), পিতা-মোঃ আলাই মিয়া, মাতা-রাজ বানু, সাং- দোলফপুর, ৬ নং ওয়ার্ড়, ২ নং রিচি ইউনিয়ন, থানা- সদর, জেলা- হবিগঞ্জ (২) সুমন বনিক(৩৮), পিতা- সুবির বনিক, মাতা- রানী বনিক, সাং- কাঠিয়ারা,(মাদবপুর বাজারের পাশে),৬নং পৌর ওয়াড়, মাধবপুর পৌরসভা, থানা- মাধবপুর,জেলা- হবিগঞ্জ, (৩) মোঃ তরিকুল ইসলাম (৩১), পিতা- আসাদুল্লাহ, মাতা- সেফালী বেগম, সাং- তিলাই,৪ নং ওয়াড়, গিলমুন্ডা ইউনিয়ন, থানা- জলঢাকা, জেলা- নীলফামারী কে আটক করে।

.   এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা সরাইল থানা জনাব মোঃ রফিকুল হাসান মিডিয়া প্রতিনিধি কে জানান,আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সরাইল থানার মামলা নং-১৭ তারিখ: ১১/০৩/২০২৫ খ্রি. ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) সারনির ১১(গ), ৩৮, ৪১রুজু হয়।গ্রেফতারকৃত ৩ নং আসামী তরিকুল ইসলাম একজন পেশাদার এবং অভ্যাসগত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে নরসিংদী কিশোরগঞ্জ বিভিন্ন থানায় ৪(চার)টি মাদকের মামলা চলমান আছে।সরাইল থানা এলাকা আইনশৃঙ্খলা উন্নয়নে ও মাদকের বিরুদ্ধে বিভিন্ন টিম কাজ করে যাচ্ছে । মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে । আমরা দায়িত্ব পালনে সচেষ্ট আছি।

Daily Frontier News