মোঃ জয়নাল আবেদীন বিশেষ প্রতিনিধি
. জেলা ব্রাহ্মণবাড়িয়া ৭ই ডিসেম্বর ২০২৪খ্রি: সরাইল থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনামতে সরাইল থানার এসআই(নিরস্ত্র)/মোঃ আবু তাহের এর নেতৃত্বে, এসআই (নিরস্ত্র)/ মোঃ জয়নাল আবেদীন, এসআই (নিরস্ত্র)/ মোহাম্মদ ফারুক হোসেন, এএসআই (নিরস্ত্র)/ রুবেল আখন, এএসআই (নিরস্ত্র)/মোঃ সামশুল আলম, এএসআই (নিরস্ত্র)/ মোঃ লিটন মিয়া সঙ্গীয় ফোর্স সহ তথ্য উপাত্তের ভিত্তিতে পুলিশির কায়দা কানুন ব্যবহার করে, সরাইল থানাধীন পশ্চিম কুট্টাপাড়া শ্রী ডোবা এলাকাস্থ পরিত্যক্ত ফাইভ স্টার নামীয় অটোরাইছ মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর ডাকাতি করার প্রস্তুতি করা কালে ৭ই ডিসেম্বর ২০২৪খ্রিঃ তারিখে রাত প্রায় ১১:২৫ ঘটিকার সময় একটি সাঁড়াসী অভিযান পরিচালনা করে ।
. এ সময় অভ্যাসগত ডাকাত মোঃ লিয়াকত আলী গ্রুপের মোট ৫(পাঁচ) জন ডাকাত সদস্য যথাঃ-(১) মোঃ লিয়াকত আলী(৩৪), পিতা-মৃত আব্দুল কাহার, মাতা-জয়নব বেগম, সাং-মালিহাতা, ১নং ওয়ার্ড, বুধল ইউপি, থানা-সদর মডেল থানা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, (২) মোঃ শরীফ(২৩), পিতা-মৃত ফরিদ মিয়া, মাতা-হামিদা বেগম, সাং-গুনারা, সদর ইউপি, থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, বর্তমানে-চান্দিয়ারা (বড় বাড়ি), বুধল ইউপি, থানা-সদর মডেল থানা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, (৩)মোঃ সাগর(২২), পিতা-ফুল মিয়া, মাতা-নাসরিন বেগম, সাং-সাদেকপুর, ৩নং ওয়ার্ড, থানা-সদর মডেল থানা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, (৪) মোঃ শামীম মিয়া(২০), পিতা-মোঃ আক্তার মিয়া, মাতা-মোছাঃ আসমা বেগম, সাং-মালিহাতা, চৌকিদার বাড়ী, থানা-সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, (৫) মোঃ আলী আজম(৩৪), পিতা-মোঃ আব্দুল হামিদ, মাতা-মোছাঃ মাকসুদা, সাং-ইসলামবাগ, নুর ইসলাম সর্দারের বাড়ী, ২নং ওয়ার্ড, বুধল ইউপি, থানা-সদর মডেল থানা, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদের, ১(এক)টি চাইনিজ কুড়াল, ৪(চার)টি বিভিন্ন সাইজের ছোরা সহ হাতে নাতে গ্রেফতার করে।
. গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের মধ্যে ডাকাত মোঃ লিয়াকত আলীর রিরুদ্ধে (১) ব্রাহ্মণবাড়িয়া সদর থানার জিআর-২২৯/১৯,ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৫৪/৩৭৯/৩৮০/ ৪২৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড, (২) মৌলভী বাজার সদর থানার মামলা নং-৯/৩৬৫, তারিখ-১২/১২/২০ ১৭খ্রিঃ, ধারা-১৪৩/৪০৬/৪২০/৩৭৯ পেনাল কোড।
. ডাকাত মোঃ শামীম মিয়ার বিরুদ্ধে-(১) সরাইল থানার জিআর-২৭৫/২৩, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, (২) সরাইল থানার জিআর-৮০/২৪, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড,
. ডাকাত মোঃ আলী আজম এর বিরুদ্ধে-(১) ব্রাহ্মণবাড়িয়া সদর থানার জিআর-৩৩০/২৪, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ১১(গ)/৩০,( ২) ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মামলা নং-২৮/১৪৮, তারিখ-১২/০৩/২০১৮ইং,ধারা-১৪৩/৩৪১/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৩৭৯/৪২৭/১১৪ পেনাল কোড মামলা রয়েছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
. এ বিষয়ে সরাইল থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ রফিকুল হাসান,মিডিয়া প্রতিনিধি কে জানান, থানা এলাকা আইনশৃঙ্খলা সমুন্নত রক্ষায় আমাদের অভিযান অব্যাহত আছে । আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন । আসামি কোর্ট হাজতে সোপর্দ প্রক্রিয়াধীন । আমরা দায়িত্ব পালনে সচেষ্ট আছি
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics