Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা পুলিশ কর্তৃক অভিযানে  ডাকাতির প্রস্তুতি কালে দুই ডাকাত গ্রেফতার 

 

মোঃ জয়নাল আবেদীন বিশেষ প্রতিনিধিঃ-

 

.     জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার জনাব মোঃ রফিকুল হাসান এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ জাহিদ আহসান এর নেতৃত্বে  সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় রাত্রীকালীন মোবাইল-৩ দায়িত্ব পালন করাকালে ইং ৩০শে নভেম্বর ২০২৪খ্রিঃ তারিখে দিবাগত রাত অর্থাৎ ১লা ডিসেম্বর ২০২৪খ্রিঃ রাত প্রায় ২.৪০ ঘটিকার সময়ে,তথ্য উপাত্তের ভিত্তিতে পুলিশি কায়দা কানুন ব্যবহার করে, সরাইল থানাধীন ইসলামাবাদ গোগদ ভিক্টোর ব্যাগ ফ্যাক্টরী হতে অনুমান ৩০০গজ পূর্বে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশ হতে- ১২/১৪ ডাকাতকে ডাকাতির প্রস্তুতিকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় ডাকাত (১) মোঃ হানিফ মিয়া (২৮) পিতা-মৃত আব্দুল মালেক সাং-কলামুড়ি নতুনপাড়া থানা-সদর জেলা-ব্রাহ্মণবাড়িয়া কে ১ (এক) টি লম্বা দা সহ আসামী-(২) মোঃ ইয়াছিন মিয়া পিতা-নুরুল ইসলাম সাং-কলামুড়ি নতুনপাড়া থানা-সদর জেলা-ব্রাহ্মণবাড়িয়া কে ১ (এক) টি চোরা’সহ গ্রেফতার করে ।

.    ঘটনাস্থল হতে পলাতক আসামী-(৩) আলী নেওয়াজ মিয়া (২৬), পিতা-মোঃ আলী আজগর, সাং-কলামুড়ি নতুন পাড়া থানা-সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, (৪) লুৎফর মিয়া (২৮), পিতা-রওশন আলী, সাং-খাটিহাতা থানা-সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, (৫) মোক্তার মিয়া (২৫), পিতা-অহিদ মিয়া, সাং-মৈন্দ, তালগাছ বাড়ী থানা-সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, (৬) মোঃ বিল্লাল (৩২), পিতা-মৃত হামিদ কসাই, সাং-ধরন্তী’সহ পলাতক অজ্ঞাত নামা-৮/৯ জন আসামীর ফেলে যাওয়া ২টি লোহার রোড, ১টি লোহার পাইপ উদ্ধার করে ।

.    এ বিষয়ে সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রফিকুল হাসান,মিডিয়া প্রতিনিধি কে জানান,আটক ও পলাতক আসামীদের বিরুদ্ধে সরাইল থানার মামলা নং- ১ তারিখ-১লা ডিসেম্বর ২০২৪খ্রিঃ ধারা-৩৯৯/৪০২ পেলান কোড রুজু করা হয়। চুরি,ডাকাতি, ছিনতাই,মাদক,জমি দখল ও থানা এলাকার আইনশৃঙ্খলা বিঘ্নকারী কার্যক্রমের  বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমাদের অভিযান অব্যাহত আছে । দায়িত্ব পালনে আমরা সচেষ্ট আছি।

 

 

Daily Frontier News