বিশেষ প্রতিনিধি জয়নাল আবদীনঃ-
. ৯ই নভেম্বর ২০২৪ইং তারিখ আনুমানিক ১২:৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর আওতাধীন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর বিওপির বিশেষ টহলদল তথ্য-উপাত্ত ও বিজিবি কায়দা কানুন ব্যবহার করে দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-১৯৯২/এমপি হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দেবনগর নামক স্থানে উৎ পেতে থাকে।
. উক্ত স্থানে ফাঁদ পেতে থাকাকালীন সময়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশকালীন বাংলাদেশী নাগরিক মোঃ মোখলেছ মিয়া (৪০), পিতা- মৃত সাদু মিয়া, গ্রাম-আলীনগর, পোষ্টঃ ধর্মঘর, থানা-মাধবপুর, জেলাঃ হবিগজ্ঞকে আটক করতে সক্ষম হয়।
. উক্ত আটককৃত ব্যক্তিকে তল্লাসী করে তার নিকট হতে নগদ ১৪,৬০,০০০/- (চৌদ্দ লক্ষ ষাট হাজার) টাকা এবং ১টি বাটন মোবাইল পাওয়া যায়।
. আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার ভাই হুন্ডি ব্যবসায়ী মোঃ আবু বক্কর (৪২), পিতা- মৃত সাদু মিয়া, গ্রাম-আলীনগর, পোষ্টঃ ধর্মঘর, থানা-মাধবপুর, জেলাঃ হবিগজ্ঞ এর নির্দেশনা অনুযায়ী অজ্ঞাত নামা জনৈক ভারতীয় ব্যক্তির নিকট হতে উক্ত টাকা নিয়ে বাংলাদেশে ফেরত আসার প্রাক্কালে বিজিবি টহল দলের নিকট ধৃত হয়।
. আটককৃত নগদ টাকা ও মোবাইল ফোন সহ ধৃত বাংলাদেশী নাগরিক মোঃ মোখলেছ মিয়া (৪০) এবং তার ভাই মোঃ আবু বক্কর(৪২) পলাতক আসামীর বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের/ হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
. এ বিষয়ে লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি, সিগন্যালস্ পরিচালক অধিনায়ক, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) আমাদের মিডিয়া প্রতিনিধিকে জানান,মাধবপুর সীমান্ত দিয়ে যাতে কোন প্রকার হুন্ডি পাচার সংঘটিত হতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং অবৈধ হুন্ডি ব্যবসায়ীদের আটকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।আমরা দায়িত্ব পালনে সচেষ্ট আছি ।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics