ইয়াছিন মাহমুদ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
. জেলা ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভার
১নং পুলিশ ফাঁড়িতে ভূয়া মেজর পরিচয় দানকারী আসিফুর রহমান কে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ গ্ৰেফতারের খবর পেয়ে সাংবাদিকরা সদর থানায় তথ্য সংগ্রহ করতে গেলে।
. ভূয়া মেজর পরিচয় দানকারীর পক্ষ হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একাধিক পুলিশ এবং সাংবাদিকদের উপস্থিতিতে হারুন আল রশিদ ভূঁইয়া (সাংবাদিক (৫৫)কে প্রাণনাশের হুমকি সহ পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি প্রদান করেন। জুনায়েদ নামের এক সন্ত্রাসী ।
. এই বিষয়ে অনুসন্ধান মূলক জাতীয় পত্রিকা অগ্ৰযাত্রা প্রতিদিনের সাংবাদিক ইয়াছিন মাহমুদ,সন্ত্রাসী জুনায়েদ(৩০)কে তার পরিচয় জানতে চাইলে।
. জবাবে বলেন আমি জুনায়েদ এই শহরে আমাকে এক নামেই চিনে, আমাকে চিনে না এমন এই শহরে একজন ও নেই।
. সাংবাদিক হারুন আল রশিদ ভূঁইয়ার অভিযোগ সূত্রে জানা যায়। আটককৃত ভূয়া মেজর আসিফুর রহমান গত -৪ বছর পূর্বে ব্যাবসার কথা বলে সাংবাদিক হারুন আল রশিদ ভূঁইয়ার কাছ থেকে ব্যাবসার কথা বলে-১ লক্ষ টাকা সুকৌশলে হাতিয়ে নেন ।
পরবর্তীতে পাওনা টাকা ফেরত চাইলে সাংবাদিক হারুন রশীদ ভূঁইয়া কে প্রান নাশের হুমকি প্রদান সহ নানান ভয়ভীতি প্রদর্শন করেন।
. এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আসলাম হোসেন বলেন, থানায় এসে সাংবাদিকদের হুমকি দেয়ার বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখছি, তথ্য প্রমানের বৃত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics