মোঃ হেলাল উদ্দিন মুন্সী বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:-
. “নাসাব”” আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ এর উদ্যোগে এবং”” নাসাব”” আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ যুব পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজান কে সামনে রেখে চিরস্থায়ী ক্যালেন্ডার সম্ভলিত মাহে রমজানের তোহফা বিতরণ ও রমজানে করনীয় এবং বর্জনীয় সম্পর্কে আলোচনা শেষে স্বাগত র্যালি উদযাপিত হয়।
. ১লা মার্চ রোজ শনিবার বিকাল ৪ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া দামচাইল বাজারে হযরত ইমাম হোসাইন (রাঃ) সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মাঠে এসে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
. মোনাজাত পরিচালনা করেন “”নাসাব”” আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ এর সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ সেলিম হোসাইন সুন্নী আল কাদেরী সাহেব।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics