আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ।
বুধবার (২১ মে) ৮ টা ৩০ মিনিটে উপজেলার বুধন্তী ইউনিয়নের শশই উত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মোঃ তানভীর মিয়া (৩৫) গ্রেফতার করা হয়। এসময় তার বসত ঘর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, উপজেলার শশই (উত্তর পাড়া) গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে মোঃ তানভীর মিয়া (৩৫)।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রাজিব আহমেদ (পিপিএম) তার সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালিয়ে গাজা সহ তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics