Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা পুলিশ কর্তৃক ১৮ কেজি গাঁজা উদ্ধার সহ ১ জন গ্রেফতার 

 

মো: জয়নাল আবেদীন ব্রাহ্মণবাড়িয়া:-

 

 

.    জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানাধীন ৭ নং সিঙ্গারবিল ইউনিয়নেনর মিরাশানী সাকিনস্থ মিরাশানী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পূর্ব পাশে চলাচলের রাস্তার উপর।

.   রোজ শুক্রবার ২১শে মার্চ ২০২৫খ্রি. তারিখে ৭:০৫ ঘটিকার সময় এসআই(নিরস্ত্র)/মোহাম্মদ সফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ বিজয়নগর  থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালে বিজয়নগর থানাধীন ৭ নং সিঙ্গারবিল ইউনিয়নের মিরাশানী সাকিনস্থ মিরাশানী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পূর্ব পাশে চলাচলের রাস্তার উপর।

.  আটক আসামী- (১) মোঃ জুয়েল (৩০), পিতা-মৃত শাহাজান খাঁন, মাতা-মৃত আমেনা খাতুন, সাং-বিষ্ণুপুর (খান বাড়ী), ইউপি- বিষ্ণুপুর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়ার দখল ও হেফাজত হইতে মাদকদ্রব্য ১৮(আঠারো) কেজি গাঁজা উদ্ধার করে ।

.    এ বিষয়ে অফিসার ইনচার্জ বিজয়নগর থানা জনাব মোঃ রওশন আলী মিডিয়া প্রতিনিধি কে জানান,উক্ত বিষয়ে থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন, আসামি কোর্ট হাজতে প্রেরণ প্রক্রিয়াধীন । থানা এলাকা আইন-শৃঙ্খলা উন্নয়নে ও মাদক বিরোধী অভিযানে বিভিন্ন টিম কাজ করে যাচ্ছে । আমাদের অভিযান অব্যাহত আছে । আমারা দায়িত্ব পালনে সচেষ্ট আছি ।

Daily Frontier News