মো: জয়নাল আবেদীন বিশেষ প্রতিনিধি:-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানাধীন ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের মিরাশানী সাকিনস্থ ১নং সাক্ষী জনৈক মোঃ ইয়াছিন (২৮) এর বসত বাড়ির দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর।
. সোমবার ১৭ই ফেব্রুয়ারি ২০২৫খ্রি. তারিখে রাত প্রায় ১০:০৫ ঘটিকার সময় এসআই(নিরস্ত্র)/কে. এম জাহান-ই-আলম সোহাগ এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/নাফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ বিজয়নগর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালে বিজয়নগর থানাধীন ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের মিরাশানী সাকিনস্থ ১নং সাক্ষী জনৈক মোঃ ইয়াছিন (২৮) এর বসত বাড়ির দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী-(১)মোঃ সিফাত (২৫), পিতা: মোঃ পারভেজ, সাং- কাশিনগর, (২) মোঃ আকবর প্রকাশ পান্না (৩৬),পিতা- আব্দুল মালেক, সাং- কাশিমপুর,উভয় ইউপি-সিঙ্গারবিল,থানা- বিজয়নগর, জেলা –ব্রাহ্মণবাড়িয়া’দ্বয় ১৫০ (একশত) বোতল স্কপ সিরাপ ফেলে অজ্ঞাত স্থানে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল হইতে উক্ত ভারতীয় অবৈধ মাদক দ্রব্য স্কফ সিরাপ উদ্ধার করে ।
. এ বিষয়ে বিজয়নগর থানা প্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রওশন আলী মিডিয়া প্রতিনিধি কে বলেন,বিজয়নগর থানার,এফআইআর নং-২২,তারিখ-১৮ ফেব্রুয়ারি, ২০২৫; জি আর নং-৬০, তারিখ- ১৮ ফেব্রুয়ারি, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মামলা আদায় করা হয় । আমাদের থানা পুলিশের বিভিন্ন টিম মাদক উদ্ধার ও আসামি গ্রেপ্তারের জন্য পুলিশি কায়দা কানুন ব্যবহার করে কাজ করছে। থানা এলাকায় আমাদের অভিযান অব্যাহত আছে । দায়িত্ব পালনে আমরা সচেষ্ট আছি ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics