মোঃ শাহিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়াঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানাধীন ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর সাকিনে অটোচালক রজব আলীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর ।
. সোমবার ১৭ই ফেব্রুয়ারি ২০২৫খ্রি. তারিখে ৯:৩০ ঘটিকার সময় এসআই(নিরস্ত্র)/মোঃ নুরুন্নবী ও সঙ্গীয় ফোর্স সহ বিজয়নগর থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা কালে বিজয়নগর থানাধীন ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর সাকিনে অটো চালক রজব আলীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর আটক আসামী-(১) ইমন মিয়া (২৫), পিতা- জাহের মিয়া, মাতা-রহিমা বেগম, সাং- কাশিমপুর (৪নং ওয়ার্ড,৭নং সিঙ্গারবিল ইউপি),উপজেলা/থানা- বিজয়নগর, জেলা -ব্রাহ্মণবাড়িয়ার দখল ও হেফাজত হইতে ৫২ (বায়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ।
. এ বিষয়ে বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রওশন আলী, মিডিয়া প্রতিনিধি কে জানান, বিজয়নগর থানার,এফআইআর নং-২১, তারিখ- ১৮ ফেব্রুয়ারি, ২০২৫; জি আর নং-৫৯, তারিখ- ১৮ ফেব্রুয়ারি, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ধারা মামলা দায়ের করা হয় । মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। বিভিন্ন টিম গঠন করে আমরা কাজ করে যাচ্ছি । আসামি কোর্ট হাজতের সোপর্দ করা হয়েছে । আমারা দায়িত্ব পালনে সচেষ্ট আছি ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics