মোঃ শাহিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া:-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানাধীন ৫নং হরষপুর ইউনিয়নের পাঁচগাও সাকিনস্থ মির্জাপুর টু হরষপুর মেইন রোড হইতে অনুমান ০১ কিঃ মিঃ দক্ষিণে বিল/হাওড়ের মধ্যে।
. ৩১শে জানুয়ারি ২০২৫খ্রি. তারিখে বেলা ১০:৩০ ঘটিকার সময় এসআই(নিরস্ত্র)/মোঃ অলি উদ্দিন এর নেতৃত্বে এএসআই(নিরস্ত্র)/ইমরান হোসেন, ও সঙ্গীয় ফোর্স সহ বিজয়নগর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
. অভিযান কালে বিজয়নগর থানাধীন ৫নং হরষপুর ইউনিয়নের পাঁচগাও সাকিনস্থ মির্জাপুর টু হরষপুর মেইন রোড হইতে অনুমান ১ কিঃ মিঃ দক্ষিণে বিল/হাওড়ের মধ্যে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী-(১) মোঃ দুলাল মিয়া (৪৬), পিতা-মৃত আব্দুল মন্নাফ প্রকাশ মনা মিয়া, সাং- বাগদিয়া (বন্দের বাড়ি), ইউপি- হরষপুর , উপজেলা/থানা- বিজয়নগর, জেলা –ব্রাহ্মণবাড়িয়া সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন (পুরুষ) ২০ (বিশ) কেজি গাঁজা ফেলে অজ্ঞাত স্থানে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে হইতে উক্ত গাঁজা উদ্ধার করা হয়।
. এ বিষয়ে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ রওশন আলী মিডিয়া প্রতিনিধি কে বলেন, এফআইআর নং-১, তারিখ- ০১ ফেব্রুয়ারি, ২০২৫; জি আর নং-৩৯, তারিখ-১ ফেব্রুয়ারি, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মামলা দায়ের করা হয়। থানা এলাকা মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে । মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমরা দায়িত্ব পালনে সচেষ্ট আছি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics