Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে সামাজিক সম্প্রীতি ও বন্ধন সুসংহত করার জন্য সমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে সামাজিক সম্প্রীতি ও বন্ধন সুসংহত করার জন্য সমাবেশ অনুষ্ঠিত

 

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ- 

 

.        জেলা ব্রাহ্মণবাড়িয়া পরস্পরের মধ্যে সামাজিক সম্প্রীতি ও বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে বিজয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুসংহত করার লক্ষ্যে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

.      বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ সভাপতিত্বে ১৮ই অক্টোবর বুধবার সকাল ১১ টার সময় উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া জনাব মোঃ শাহগীর আলম। অনুষ্ঠানে সার্বিক আসন সঞ্চালনায় ছিলেন, বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ আল মামুন ।

.      অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া জনাব মোঃ শাখাওয়াত হোসেন, জেলা আনসার ভিডিপির কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ বিল্লাল হোসেন, জেলা কৃষি অফিসের উপ-পরিচালক সুশান্ত সাহা, বিজিবির সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী,মৃণাল চৌধুরি লিটন সভাপতি প্রেসক্লাব বিজয়নগর। চেয়ারম্যান জিয়াউল হক বকুল, এ এম সামিউল হক (শামীম) বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণী, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ, মুক্তিযোদ্ধা দবির উদ্দিন, অ্যাডভোকেট শহিদুল ইসলাম,  বিজয়নগর উপজেলা মডেল মসজিদ মসজিদের খতিব মাওলানা মিজবাহ উদ্দীন, বিজয়নগর পূজা উৎযাপন কমিটির সভাপতি অশোক কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক কার্তিক চৌধুরী, প্রমুখ।

.    অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে সব ধর্মের এবং বর্ণের লোকজনকে আগের মতো একসঙ্গে মিলেমিশে ধর্মীয় সম্প্রীতি বন্ধনকে সুসংহত করে
বিজয়নগরকে সারা বাংলাদেশে সামাজিক সম্প্রীতির মডেল তৈরি করতে হবে।

.     সমাবেশে উপজেলার ১০টি ইউনিয়নের জনপ্রতিনিধি চেয়ারম্যান বৃন্দ , বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ,উপজেলা পর্যায়ের কর্মচারী ও কর্মকর্তা, বিজিবি ও আনছার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিন,সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,ইমাম মোয়াজ্জিনবৃন্দ,ইউপি পরিষদ মেম্বার বৃন্দ,      শিক্ষকবৃন্দ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

Daily Frontier News