Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা পুলিশ কর্তৃক  মাদকদ্রব্য ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার 

 

মো: শাহিন চৌধুরী জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:-

 

.    জেলা ব্রাহ্মণবাড়িয়া  বিজয়নগর থানাধীন ১০নং পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা সাকিনস্থ সাক্ষী কাজল আক্তার এর বাড়ীর সামনে আউলিয়া বাজার টু হরষপুর গামী পাকা রাস্তার উপর ঘটনা।

.   রোজ শুক্রবার ২৩শে মে ২০২৫খ্রি. তারিখ ১২.৩০ ঘটিকার সময় এসআই/ফারুক আহমদ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ বিজয়নগর  থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত ঘটনাস্থল হইতে মাদক উদ্দার সহ আসামী গ্রেফতার করা হয় ।

.   ধৃত আসামী- (১)মোসাম্মৎ ফাতেমা বেগম (২৮),
স্বামী-আব্দুল ছাত্তার,পিতা-মোঃ নজরুল ইসলাম, মাতা-রেহেনা বেগম, সাং- চাঁনপুর (মধ্যপাড়া, ৮নং ওয়ার্ড), ১০নং পাহাড়পুর ইউপি, উপজেলা/থানা- বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’র দখল ও হেফাজত হইতে মাদক দ্রব্য ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

.     বিজয়নগর থানার ,এফআইআর নং-৩৩, তারিখ- ২৩ মে, ২০২৫; জি আর নং-১৯৫, তারিখ- ২৩ মে, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮.আসামিকে কোট হাজতে সপোর্দ করা হয় ।

 

Daily Frontier News