আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় পূর্ব শত্রুতা ও জলাশয় দখল বেদখল নিয়ে আনোয়ার নামে একজনকে পিটিয়ে হত্যা চেষ্টা ও গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
৩০শে এপ্রিল (বুধবার) সন্ধ্যা ৭:৩০ মিনিটে উপজেলার চান্দুরা ইউনিয়নে জালালপুর গ্রামের মো ফিরোজ মিয়ার ছেলে আনোয়ার মিয়ার (২০) এর সাথে এ ঘটনা ঘটে।
এ নিয়ে জালালপুর গ্রামের মৃত আব্দুল বারেক এর ছেলে আবুল মিয়া (৩৫) ও মৃত সরকার মিয়ার ছেলে সৈয়দ মিয়া (৫০) সহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে আহতের চাচাতো ভাই মোঃ আকবর বাদী হয়ে বিজয়নগর থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিগত স্বৈর সরকার আওয়ামী লীগের আমলে আসামিগণ দলীয় প্রভাব খাটিয়ে নিচু জমির জলাশয় নিজ দখলে রেখে ফায়দা লুণ্ঠন করেন। ৫ই আগস্টে প্রভাবের অবকাঠামো পরিবর্তনের পর আহত আনোয়ার হেসেন ও তার অনুসারীগন জলাশয় দখলে আনেন। উক্ত বিষয়কে কেন্দ্র করে গত বছর ডিসেম্বর মাসে আনোয়ারকে পিটিয়ে গুরুতর আহত করলে ১৯শে ডিসেম্বর ২০২৪ইং তারিখে জি আর ৪৫৬/২৪ ও ২৭ নং মামলা বিজয়নগর থানায় করা হয়।
বর্তমানে ৩০শে এপ্রিল (বুধবার) আহত আনোয়ার চান্দুরা বাজার হতে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৭:৩০ মিনিটে হাইওয়ে রোডের পাশে শ্যামলী ঘাট নামক স্থানে উৎপেতে বসে থেকে অস্ত্র দিয়ে গুরুতর জখম করেন। বর্তমানে আহত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন।
এ বিষয় নিয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে মামলা হয়েছে আসামি গ্রেফতারের প্রক্রিয়া চলমান।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics