Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ৪টি দোকান পুড়ে কোটি টাকা লোকসান ব্যবসায়ীদের মাথায় হাত

 

আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

 

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের আড়িয়ল বাজারে চারটি দোকান পুড়ে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

৭ই মে (বুধবার) অনুমান ভোর ২টায় এ ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, ভোর ২টা আগুন জ্বলতে দেখে বাজারের পাহাড়াদার ও প্রত্যক্ষদর্শী সিএনজি ড্রাইভার বিজয়নগর ফায়ার সার্ভিস খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় দুটি মুদি দোকান ও একটি হার্ডওয়ারের দোকান একটি মিষ্টির দোকান নিমিষেই সব পুড়ে যায়। নাসির উদ্দিনের হার্ডওয়ারের দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে বিজয়নগর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর ইনচার্জ, মোঃ ওয়াসি আজাদ জানান, একজন সিএনজি ড্রাইভার এর মাধ্যমে রাত ২টা ১৪মিনিটে খবর পেয়ে ৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে দেখলাম চারটি দোকানে আগুন জ্বলতেছে। আমাদের ২টা ইউনিট নিয়ে কাজ করি। পর্যাপ্ত পানি আশেপাশে থাকায় ও লোকজনের সহায়তায় আগুন সীমারেখায় রেখে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনের উৎপত্তি প্রাথমিকভাবে ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা হার্ডওয়ার দোকানে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে হতে পারে। প্রাণহানির কোন ঘটনা ঘটেনি।

Daily Frontier News